• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:২৮:১৪ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

৪ জুলাই ২০২৪ বিকাল ০৫:৪৪:৫১

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্ধ করেছে লালপুর থানা পুলিশ।

৪ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ব্যাটারিচালিত ভ্যানে থাকা নিহত ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।

লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে  চিকিৎসার জন্য বাঘায় গিয়েছেন। দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এসময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রোবাসটি জব্ধ করে।

ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্ধ করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১




সংবাদ ছবি
সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৪৯