• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৪১:৩৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় নেসকোর পিচরেট কর্মচারিদের কর্মবিরতি

২৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৩৮

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: ১৫ জানুয়ারি থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারিরা (মিটার-রিডার) কর্মবিরতি পালন করছে। তাদের দাবি নেসকোর এমডি পিচরেট কর্মচারিদের চাকরি স্থায়ী করণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন না করে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

২৪ জানুয়ারি বুধবার সকাল ১১টায় নওগাঁর কাঁঠালতলী নেসকোর আন্ঞ্চলিক কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারি ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি সভার আয়োজন করে।

এ সময় বিভিন্ন জেলার প্রতিনিধি ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। কর্মবিরতি সভার সভাপতিত্ব করেন নওগাঁর কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এ সময় বক্তারা বলেন, সরকার যেখানে ঘরে ঘরে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছে, সেখানে কর্মচারিদের কেন চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার হচ্ছে। চাকুরি স্থায়ী করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।

সভায় কেন্দ্রীয় সভাপতি মো. আবুল হোসেনসহ সান্তাহার, জয়পুরহাট, দুপচাঁচিয়ার, শেরপুর, গাইবান্ধা,পাবনা ও নওগাঁর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯