স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে জাকের বাহিনী।
৩ সেপ্টেম্বর শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। খেলাটি টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। অন্যদিকে সিরিজে টিকে থাকার মিশনে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানিস্তান। শারাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ মালিক ও মোহাম্মদ ইসহাকের জায়গায় একাদশে এসেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আবদুল্লাহ আহমাদজাই, মুজিব উর রহমান।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ : সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ডারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আবদুল্লাহ আহমাদজাই, নূর আহমেদ, মুজিব উর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available