নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মধ্য দিয়ে ২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা- সেই সুযোগ বাংলাদেশের মানুষ কাউকে দেবে না।
৭ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় একটি হোটেল আয়োজিত এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সারজিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। না হলে তাদের পরিণতিও হবে একই পথে, যে পথে আওয়ামী লীগ গেছে।
আগামীর বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান জানিয়ে এনসিপি নেতা বলেন, আমরা কাউকে শেখ হাসিনা বা নতুন স্বৈরাচার হতে দেব না। কেউই যেন ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি করতে না পারে, সেজন্যই এনসিপি কাজ করছে।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস বলেন, নভেম্বরের মধ্যেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নিয়েই কাজ করছে এনসিপি। আর যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয়, তাহলে সংগঠনের শক্তির জোরে এনসিপি সরকার গঠন কিংবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে।
দলের নির্বাচনি প্রতীক ‘শাপলা’ নিয়ে তিনি বলেন, এনসিপি আইনগতভাবে এ প্রতীকের অধিকারী। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাহলে খুব শিগগিরই শাপলাকে এনসিপির নির্বাচনি প্রতীক হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। যদি তা না হয় এবং নির্বাচন কমিশন যদি কারো দ্বারা প্রভাবিত হয়, তাহলে নির্বাচন কমিশন নির্বাচন করার গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলবে।
সারজিস আলম আরও বলেন, আমরা বিশ্বাস করি আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকার আমাদেরই। কমিশন যদি আইন মেনে চলে, তাহলে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমারন ইমন, যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামান নেহাল ও জেলা প্রধান সম্বনয়কারী আলাউলহকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available