নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
১ অক্টোবর বুধবার সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, রাজধানীর এই ঐতিহাসিক মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসায় কোরআন-হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available