• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫৩:৩৯ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ

২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:২২

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে দায়েরকৃত হত্যা মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

২০ অক্টোবর সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নতুন করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Ad
Ad

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও পরিবারের পক্ষ থেকে এটি হত্যাকাণ্ড বলে দাবি করা হয়।

Ad

১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে মামলা দায়ের করেন।

এরপর মামলাটি সিআইডি তদন্ত করে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর আদালত সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে মামলার নিষ্পত্তি করেন। কিন্তু বাদীপক্ষ এ রায় মেনে না নিয়ে রিভিশন দাখিল করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্তেও মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। পরে পিবিআই ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত মামলাটি নিষ্পত্তি করেন।

২০২২ সালের ১২ জুন মামলার বাদীপক্ষ সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে দাবি করে ফের রিভিশন দাখিল করে। নতুন এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা ১৯৯০-এর দশকে ঢালিউডে নতুন ধারা সৃষ্টি করেন। তার অভিনীত ‘বুকের ভেতর আগুন’ ছিল শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় হিসেবে বিবেচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার
২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫৪


সংবাদ ছবি
লোহাগড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:৫০


Follow Us