• ঢাকা
  • |
  • রবিবার ২০শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৫:০৮ (05-Oct-2025)
  • - ৩৩° সে:

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের তদন্ত শুরু হবে : চিফ প্রসিকিউটর

৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৫:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

৫ অক্টোবর রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Ad
Ad

চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।

Ad

তিনি আরও বলেন, চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশন। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয়ার ওপর আদেশের জন্য আগামীকাল ৬ অক্টোবর সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার
৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৫৪



সংবাদ ছবি
ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ১০৪২
৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২২:১১


সংবাদ ছবি
কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০:৩৮






Follow Us