• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:৫৯:৪৮ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

চাকরি

৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ ৫ হাজার ২০৬

২১ জুলাই ২০২৫ সকাল ০৮:০৮:১০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০ জুলাই রোববার রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। 

বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ