• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৩:১৪ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী

২৬ জুন ২০২৫ দুপুর ১২:৪৬:৫১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বোর্ডে কুমিল্লাসহ ৬টি জেলা চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১ হাজার ৭৫০ ছাত্র-ছাত্রছাত্রী। এবছর পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি। তবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কম।

সকালে কুমিল্লার পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের তদারকি করেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের ভিজিলেন্স টিম। সেই সাথে কেন্দ্রগুলো পরিদর্শন করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন।

নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোরতা আনতে এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় থাকছে না নিজস্ব 'ভ্যেনু সেন্টার'। বোর্ডের ভিজিলেন্স টিমসহ প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের জিম্মায় সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোর দার করেছে। কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
বেরোবিতে অনশনে অসুস্থ দুই
১৮ আগস্ট ২০২৫ সকাল ০৮:০১:৪৫