নিজস্ব প্রতিবেদক: চিকিৎসদের এক অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস (বিএসএনএস)।
১৭ আগস্ট রোববার সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মওদুদুল হক ও সদস্য সচিব ড. মোহাম্মাদ নুরুজ্জামান খান স্বাক্ষরিক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস (বিএসএনএস) গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছে যে “বাংলাদেশ প্রাইভেট হসপিটল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন" এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসক সমাজ সম্পর্কে অযাচিত, অবমাননাকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। তিনি চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়ে যেভাবে অপমান করেছেন, তা শুধু চিকিৎসক সমাজ নয়, সমগ্র স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি অবমাননার শামিল।
চিকিৎসা পেশা একটি মানবিক ও পবিত্র পেশা। চিকিৎসকরা দিনের পর দিন সীমিত সুযোগ-সুবিধা ও প্রতিক‚ল পরিবেশেও মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহামারি, দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগ-যেকোনো পরিস্থিতিতে চিকিৎসকরাই সামনে থেকে জীবন বাজি রেখে রোগীর সেবা দিয়ে থাকেন। তাঁদের এই আত্মত্যাগ ও নিবেদনকে অগ্রাহ্য করে প্রকাশ্যে অপমান করা সমাজে বিভ্রান্তি ও ভ্রান্ত ধারণা তৈরি করে, যা মোটেও কাম্য নয়।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের চিকিৎসক সমাজ সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার ভিত্তিতেই কাজ করে আসছে। ব্যতিক্রমী কিছু ঘটনা দিয়ে পুরো চিকিৎসক সমাজকে দোষারোপ করা একটি গুরুতর অন্যায়। এমন মন্তব্য চিকিৎসকদের মনোবল ভেঙে দেয়, রোগী-চিকিৎসক আস্থার সম্পর্ক নষ্ট করে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবার মান ক্ষুণ্ন করে।
বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা আশা করি, ড. আসিফ নজরুল তাঁর এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং চিকিৎসক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। ভবিষ্যতে চিকিৎসকদের নিয়ে অপপ্রচার বা অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available