ভোলা প্রতিনিধি: ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাত মো. হাছনাইন পারভেজ এবং এসআই জহিরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নির্যাতিতরা। ১৮ অক্টোবর শনিবার বিকেল ৪টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ওসি হাছনাইন পারভেজ ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ভোলায় ঘুস বাণিজ্যে লিপ্ত রয়েছে। কেউ ঘুস দিতে না চাইলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে থাকে। অভিযুক্ত ওসিকে ফ্যাসিস্ট ও এসআই জহিরুলকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আখ্যা দিয়ে মানববন্ধনের তাদের ছবিযুক্ত ব্যানার প্রদর্শন করেন বিক্ষুব্ধ জনতা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রেফতার হওয়া দুলালের স্ত্রী লিলু বেগম, মেয়ে খাদিজা, বড় ভাই শাহজাহান, রুহুল আমিন, জসিম, নুর আলম, বিল্লাল প্রমুখ।
স্থানীয়রা জানান, সম্প্রতি পূর্ব ইলিশার বাসিন্দা মো. দুলাল নামে এক নিরীহ ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আইনের রক্ষক হয়ে কেউ যেন আইন ভঙ্গকারীতে পরিণত না হয়।” তারা অবিলম্বে ওসি আবু সাহাদাত মো. হাছনাইন পারভেজ ও এসআই জহিরুল ইসলামের অপসারণের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি আবু সাহাদাত মো. হাছনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্রণ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available