• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আশ্বিন ১৪৩২ রাত ১১:২৮:৩১ (06-Oct-2025)
  • - ৩৩° সে:

৩৯ ভরি স্বর্ণ উদ্ধার

মানিকগঞ্জে স্বর্ণকারের ‘ডাকাতির নাটক’ উদঘাটন

৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩১:৪৮

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আলোচিত স্বর্ণ ডাকাতির ঘটনাটি আসলে ছিল পরিকল্পিত এক প্রতারণার নাটক। গচ্ছিত স্বর্ণ নিজের কব্জায় নিতে এই অভিনব কৌশলে ডাকাতির গল্প সাজান স্বর্ণকার ও দোকান মালিক শুভ দাস (৩৫)।

ঘটনাটি ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছে ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার।

Ad
Ad

৬ অক্টোবর সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।

Ad

এ ঘটনায় মূল হোতা শুভ দাসসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২) ও সবুজ মিয়া (২৭)। তারা সবাই সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দোকান মালিক শুভ দাস প্রায় এক মাস আগে তার পরিচিত মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে মিলে দোকানে ‘নাটকীয় ডাকাতির’ পরিকল্পনা করেন। সেই অনুযায়ী ৪ অক্টোবর শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টির ‘অভি জুয়েলার্স’-এ সাজানো ডাকাতির ঘটনা ঘটে। নাটকটিকে বাস্তবের রূপ দিতে নিজের শরীরেও ছুরিকাঘাতের আঘাত নেন শুভ দাস, যেন ঘটনা বিশ্বাসযোগ্য মনে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডাকাতির বিনিময়ে পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয়েছিল শুভ দাস ও রানার মধ্যে। এর মধ্যে আগাম ৪৫ হাজার টাকা পরিশোধ করেন শুভ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুরো ঘটনাটির সত্যতা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “ঘটনার নেপথ্যের কৌশল ও উদ্দেশ্য উদঘাটিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণসহ আদালতে পাঠানো হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চালু হচ্ছে আরও দুই জাতীয় দিবস
৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৫:৫১




সংবাদ ছবি
বিসিবির নতুন সভাপতি বুলবুল
৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৭:৩১






Follow Us