ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: অশালীন আচরণ, স্বেচ্ছাচারী দূর্ব্যবহার, পতীত আওয়ামীলীগকে পূনবাসনের চেষ্টা এবং গণঅভ্যুত্থান কারীদের অপদস্থ ও হেনস্থার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ ঘটিকায় ঈশ্বরদী শহরে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী ঈশ্বরদীবাসী।
এ সময় শহরের স্টেশন রোড থেকে শুরুকরে ঈশ্বরদী বাজার হয়ে উপজেলা ফটকের সামনে পর্যন্ত কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। তারা নির্বাহী কর্মকর্তার পদত্যাদের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে পদত্যাগের নানা স্লোগানে মুখরিত করে তোলেন।
মানববন্ধনে বক্তব্য প্রদান কালে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব মেহেদী হাসান বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহন করে নিহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান সেই স্বৈরাচার পতিত আওয়ামীলীগকে ঈশ্বরদীতে পূণঃবাসিত করার জন্য তাদের সাথে নানা অনুষ্ঠান করে যাচ্ছেন। তাদের দাওয়াত করে বসাচ্ছেন পাশের চেয়ারে। তার কাছে কোন অভিযোগ নিয়ে গেলে তিনি কোন প্রকার কর্ণপাত করছেন না। তার পাশাপাশি তিনি অশালীন আচরণ করছেন সেবা প্রত্যাশীদের সাথে।
তিনি আরও বলেন, আমি সরকার কে কর দিয়ে পদ্মানদীতে তরিয়া মহলের খাজনা আদায় করি। সেই খাজনা আদায়ে বহিরাগত সন্ত্রাসীরা আমাকে নানা ভাবে বাধা প্রদান করছে। আমি এই বিষয়ে তার কাছে সুরাহা দাবি করলে তিনি আমাকে ডিসি অফিসে যোগাযোগ করতে বলেন। তিনি বলেন যেখান থেকে ইজারা নিয়েছেন সেখানে গিয়ে সমাধান দাবি করেন। এখানে আমার করার কিছুই নেই।
মেহেদী বলেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান আওয়ামীলীগের দোসর। সে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নিকট আত্বীয়। সে বাংলাদেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। তাই সে পতিত আওয়ামীলীগকে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আমি আমার দ্বায়িত্ব পালন করতে গিয়ে দোষী হয়ে গেছি। কেননা, আমি ঈশ্বরীতে যোগদান করার এই কয়েক দিনেই বালু মহালের বিবাদের জেরে ১১ জনকে ১মাসের করে কারাদন্ডাদেশ দিয়েছি। সেটাই আমার বড় অপরাধে পরিনত হয়েছে। আমি আদতে ডিসি মহোদয়ের নির্দেশনাতেই আমার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছি। এখানে কারো বিপক্ষে গেলে আমার কিছু করার নেই। কারণ আমি আইনের বিধান প্রতিষ্ঠা করে যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available