• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:০১:১৩ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে দোহারে দলিল লেখক ও সাধারণ জনগণের মানববন্ধন

১১ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৩১:৩২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে জমি রেজিস্ট্রেশন ক্ষেত্রে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখকরা।

১১ আগস্ট সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় তাদের সাথে একত্বতা প্রকাশ করেন সাধারণ জনগণ।

জানা যায়, দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা বা প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দিন দিন দলিল সম্পাদনের সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে।

উৎসকর বেড়ে যাওয়ার তলানিতে ঠেকেছে জমি কেনাবেচার হার। এতে আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন দলিল লেখকরা। রেজিস্ট্রি কার্যক্রম স্বাভাবিক করতে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।

উৎস করের জাঁতাকলে পড়ে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারাও। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা।

অতিরিক্ত উৎস করের কারণে দলিল সম্পাদনের পরিমাণ কমে গেছে বলে স্বীকার করেন উপজেলা সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা  দলিল লেখকগণ ও উপজেলার সাধারণ জনগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ