• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:১২ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার আসামি ‘কুমির রুবেল’ গ্রেফতার

১৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৯:৩৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) মাদারীপুর জেলার ডাসার থানার একটি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

১৮ অক্টোবর শনিবার রাতে র‌্যাবের দুটি ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে করে বলে জানায় র‌্যাব-২।

Ad
Ad

এর আগে, ‎গত ১০ সেপ্টেম্বর আদাবর ১০ নম্বর এলাকার বালুর মাঠের বস্তির একটি বাসায় সন্ত্রাসীরা রিপন নামে এক চা দোকানীসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় স্থানীয়রা রিপন মিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে রুবেল ওরফে কুমির রুবেলকে গ্রেফতার করে।

Ad

‎মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তির পাশে নিহত রিপনের চায়ের দোকান ছিল। সঙ্গে বস্তির ম্যানেজারের দায়িত্ব পালন করতেন তিনি। রুবেল ওরফে কুমির রুবেলসহ তার কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা তার দোকানে বাকি খেতো। পাশাপাশি চক্রের সদস্যরা বস্তি ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করতো। বিষয়টি নিয়ে রিপন তাদেরকে বাকি দিবে না বলে জানায় এবং তাদের মাদক বিক্রি করতে নিষেধ করে। 

এতে তার ওপর ক্ষিপ্ত হয়ে ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪ টায় তার বাসায় দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী-সন্তানকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে আশেপাশের লোকজন এসে রিপন হোসেনসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ‎র‍্যাব-২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান বলেছেন, রুবেল ওরফে কুমির রুবেলকে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অন্যান্য আসামিদের তথ্য জোগাড় করা হচ্ছে। আমরা বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছি বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯







সংবাদ ছবি
নওগাঁয় আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে
১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৯:৫৫



Follow Us