দেবিদ্বার (কুমল্লিা) প্রতনিধি: কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের পর ৩ অক্টোবর শুক্রবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহানকে (৫০) গ্রেফতার করেছে। সে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়ার) মৃত শামসু মিয়ার ছেলে।
এর আগে ২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেনের বসত বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেন পার্শ্ববর্তী শাহজাহান ও তার লোকজন। ওই ঘটনায় ২ অক্টোবর বিকেলে সংবাদ সংগ্রহে যান স্থানীয় ৮ সাংবাদিক। সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজ-খবর নিচ্ছিলেন। এসময় সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে উটখাড়া সাহেব বাড়ির শাহজাহানের নেতৃত্বে ২৫/৩০ জন দৌড়ে এসে তাদের উপর হামলা চালায়।
সাংবাদিকরা তাদের উপর হামলার কারণ জানতে চাইলে কোনো জবাব না দিয়েই বেধরক মারধর করে তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত হন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার ৮ সাংবাদিক। তাদের মধ্যে গুরতর আহত দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়া একই ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেনের(৫০) মাথা ফাটিয়ে দেয়, সোহরাবের মা নার্গিস বেগম(৪২), স্ত্রী বৃষ্টি আক্তারকে(২০) পিটিয়ে মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তারের(১৮) হাত ভেঙ্গে দেয়।
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে এলাহাবাদ পূর্বপাড়ার মৃত শামসু মিয়ার ছেলে শাহজাহানকে(৫০) প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু তাহের অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহানকে গ্রেফতার করেছে।
এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মামলা দায়ের হয়। শুক্রবার বিকেলে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available