• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০২:৩২:১৪ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

১ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫৩:০৬

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি মোছা. মর্জিনা বেগমকে (৫০) আটক করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মোজাফফর হোসেন (৩২) ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছেন।

নিহত নিলা বেগম নান্দ-রায়পুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের কন্যা। তার চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ শয়নকক্ষে একাই ছিলেন নিলা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাশুড়ি ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে লালপুর থানা ও ওয়ালিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। নিহতের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২৫