ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চাকরি না পেয়ে স্ত্রীকে হত্যা করে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ১০ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার পাকশি ইপিজেড মোড় এলাকার ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের গৃহবধূ হলেন মোছা. পিয়ারা খাতুন (২৬)। স্বামী মো. হাফিজুল ইসলাম। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামে।
নিহতের পারিবারিক ও ভাড়া বাসা মালিক সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে চাকরির খোঁজে চাঁপাইনবাগঞ্জ থেকে স্বামী হাফিজুলকে সঙ্গে নিয়ে পিয়ারা খাতুন ঈশ্বরদী ইপিজেড এলাকায় আসেন। তারা ইপিজেড সংলগ্ন বাঘইল পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একইসঙ্গে ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে দুজন মিলে কাজে যোগদানের চেষ্টা করেন। কিন্তু কাজ না পাওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
ভাড়া বাসার মালিক রিপনের মা রুশিয়া বেগম জানান, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। চাকরি না পাওয়ায় আজ সকালে ঢাকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত তাদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। জানালা দিয়ে দেখতে পাই গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পিয়ারা খাতুন পড়ে আছেন। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় বিষয়টি জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, প্রাথমিক সুরতহালে পিয়ারা খাতুনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী পলাতক। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা অভিযোগ করলে মামলা হিসেবে নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available