মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: নানান নাটকীয়তা ও সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি নির্বাচন শেষ হয়েছে। নিরুত্তাপ নির্বাচন, কারা জয়ী হচ্ছেন, সেটাও অনেকটাই জানা ছিল সবার। বিসিবির নির্বাচনের ফল নিয়েও ছিল না তেমন কোনো কৌতূহল। তবে ২৫ জনের মধ্যে এমন একজন পরিচালক হয়েছেন যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন!
জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হওয়া দুজনের মধ্যে একজন এম ইসফাক আহসান। যিনি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন মতলব (উত্তর-দক্ষিণ) থেকে মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।
শুধু তাই নয়, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও হয়েছিলেন এই ব্যবসায়ী। এর আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। চাঁদপুর-২ আসনে নৌকা মার্কার পক্ষে প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।
এছাড়াও তিনি নির্বাচন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায়। যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। যার প্রধান হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি কীভাবে জুলাই গণহত্যা করা দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছাই করলেন সে প্রশ্নও করছেন নেটিজেনরা।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এস এম. মফিফুল ইসলাম সরকার তার ফেসবুকে লিখেছেন, ‘নাবালক ও দুর্নীতি বাজ উপদেষ্টার চোখ ধাধানো সংস্কার।’
মতলব উত্তর উপজেলা ছাত্রদলের নেতা তানজিল প্রধান লিখেছেন, ‘যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, সেখানে আওয়ামী লীগের বড় নেতা হয় বিসিবির পরিচালক!!’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available