• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:১১:৫৮ (08-Oct-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারের দায়ে ৮ জেলে আটক

৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৩:২৭

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় জেলেদের হামলায় মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোবারক হোসেন এবং ওম প্রকাশ দে আহত হন।

একই সময় পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ দিয়ে দুই জেলেও আহত হন। আহত বাবলুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Ad
Ad

৭ অক্টোবর মঙ্গলবার রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

অভিযানে জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি কাঠের বৈঠা ও ১০টি পোড়া মাটির চাক্কি জব্দ করা হয়।

সোবহান মাঝি, কামরুল মাঝি, রফিক মাঝি, জেলে কুদ্দুস, কালাম, হেলাল ও বাবলুসহ আটজনকে আটক করা হয়। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা।

নৌ পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের কাটাখালী সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের হামলায় দুই কনস্টেবল আহত হন। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে হেলাল ও বাবলু নামে দুই জেলেও আহত হন।

লক্ষ্মীপুর  মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আজিজুল হক বলেন, সরকারি কাজে বাধাসহ দুই নৌ পুলিশ সদস্য আহত এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশের প্রজনন মৌসুম ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১০:১৬









সংবাদ ছবি
বিএনপির চীন শাখার বনভোজন অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৫ সকাল ১০:২৪:১৬


Follow Us