ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্রের খসড়ার চূড়ান্ত কপি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ফাইনাল মিটিং-এ গঠিত কমিটির বহিরাগত ৩ সদস্যের স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।
১৯ অক্টোবর রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
সাক্ষাৎকারে আহ্বায়ক বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট গঠিত সংবিধি বা গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ইতোমধ্যে ৭টি সভার আয়োজন করা হয়েছে। আমরা ৭টির মধ্যে ২টি সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথে মিটিং করেছি। এবার সাংবাদিকদের সঙ্গেও আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের চেষ্টা করেছি। ছাত্রদের মতামত নিয়েছি এবং তারা মোটামুটি প্রণীত গঠনতন্ত্রের প্রতি সন্তুষ্ট ও একমত। তবে তারা (শিক্ষার্থীরা) কয়েকটা পরামর্শ দিয়েছে, সেটাও আমরা গঠনতন্ত্রে ইনক্লুড করেছি। আমাদের দিক থেকে চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে।’
পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ‘আমাদের আরেকটা মিটিং করতে হবে, যেখানে কমিটিতে থাকা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের ৩ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর প্রয়োজন। সে বিষয়ে ওনারা জানিয়েছেন, আগামী ২৫ তারিখে মিটিং নির্ধারণ করতে। উক্ত মিটিংয়ে উল্লিখিত ব্যক্তিগন গঠনতন্ত্রে স্বাক্ষর করলেই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা জমা দিব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available