• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:২৮ (25-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবি আওয়ামীপন্থি শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

২৫ আগস্ট ২০২৫ সকাল ১০:২১:২৫

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

২৪ আগস্ট রোববার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে ছাত্রশিবিরের আহ্বানে এ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, ‘যারা শিক্ষার্থীদের ক্রসফায়ার দেওয়ার জন্য পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়, ছাত্রীদের পর্দা করার জন্য জঙ্গি নাটক সাজায়, রুমে পিস্তল রেখে মামলা দেওয়ার চেষ্টা করে— তাদের দিয়ে ক্যাম্পাস কীভাবে নিরাপদ হয়, আমার বুঝে আসে না। যদি এই সন্ত্রাসীদের বিচার না করেন তাহলে ক্যাম্পাসে আরও অঘটন ঘটে যেতে পারে। সব কিছুর পিছনে কলকাঠি তারাই নাড়ছে, ইবি প্রশাসন সেটা বুঝতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘তারা এখন বসে আছে, কাকে কীভাবে হত্যা করা যায়; কীভাবে ষড়যন্ত্র করা যায়, কাকে কীভাবে হেনস্থা করা যায়, এসব কিছু নিয়েই আওয়ামী সরকারের একটা অংশ দিনরাত ব্যস্ততার সময় পার করছে।’

অধ্যাপক মাহবুবর রহমান সম্পর্কে তিনি বলেন, ‘তৎকালীন প্রক্টর মাহবুব ২০১৮ সালে কোটা আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য ছাত্রদের হুমকি দিয়েছিলেন, আন্দোলন বন্ধ না করলে তাদেরও গুম করে দেওয়া হবে। দ্বীনি শিক্ষার জন্য মসজিদে একটা মক্তব ছিল সেটাও ‘জঙ্গির প্রশিক্ষণ’ নাটক সাজিয়ে বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রক্টর মাহবুব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৬:৪৯



সংবাদ ছবি
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৫:৩৫