• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৭:৪৬ (25-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

২৫ আগস্ট ২০২৫ দুপুর ০১:৫৭:৫৬

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

২৫ আগস্ট সোমবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬), সে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটায় কুমিল্লা থেকে মোটরসাইকেল দিয়ে দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল সাদ্দাম হোসেন। পথমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক সড়কের উপরে পড়ে গেলে লরির একটি চাকা তার মাথাকে পৃষ্ঠ করে দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটিকে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৪৭






সংবাদ ছবি
সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৬:৪৯



সংবাদ ছবি
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৫:৩৫