নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
গত ৩০ সেপ্টম্বর মঙ্গলবার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (প্রেসিডেন্স অর্ডার নম্বর ১০-এর ১৯৭৩)-এর (৪) (১) (সি) ও (৪) (৪) ধারার বিধান অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
একই পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রদান করবেন বলে আশা প্রকাশ করেছে কমিশন কর্তৃপক্ষ। অপরদিকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available