ক্যাম্পাস প্রতিনিধি: সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের দ্বারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
১৯ অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় 'বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্লাটফর্ম' এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মেঘনা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগানসহ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অবস্থান নেন। তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিইউপি শিক্ষার্থী ধর্ষণের ঘটনা আইন-শৃঙ্খলার অবনতির ভয়াবহ দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তারা।
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, চিহ্নিত মাদক কারবারিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও কেন এখনো গ্রেফতার হয়নি? তাদের অভিযোগ, প্রশাসনের এই উদাসীনতা প্রমাণ করে তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা আজ থমকে গেছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন ও জুতা নিক্ষেপ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিরপুর-১০ পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available