• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৯:৪৮ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ-ভারতের ব্যবসায়িদের বৈঠক

৩১ জুলাই ২০২৫ সকাল ১১:৫৩:৪৮

সংবাদ ছবি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: হিলি স্থলবন্দরের শূণ্যরেখায় বাংলাদেশের হিলি ও ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বুধবার দুপুরে উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ব্যাবসা সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে আলোচনা করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এসময় তাকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে ভারতের হিলি অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধি আলাউদ্দিন ও রাজেশ আগারওয়ালের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট, বাংলাদেশের হিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিন মন্ডলসহ হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক এএসএম রেজা বিপুল, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০২:৪৭