• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩২ ভোর ০৫:৩৫:১২ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

১২ আগস্ট ২০২৫ দুপুর ০১:৪৪:৩০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা।

১১ আগস্ট সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের যে চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলো হলো- পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

নতুন এ বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয়, তার ১ শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে। বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত।

এর আগে গত ২৭ জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া ওই সব পণ্যের মধ্যে ছিল—কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।

এর সঙ্গে নতুন করে আরও চার ধরনের পণ্য যোগ হলো আজ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সেতু থেকে নদীতে বাস, নিহত অন্তত ২৭
১৯ আগস্ট ২০২৫ রাত ০৮:২৯:৪৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচনে ২৮ পদে ফরম নিয়েছেন ৬৫৮ জন
১৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২২:২৪

সংবাদ ছবি
রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:২৭

সংবাদ ছবি
দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে: সেনাপ্রধান
১৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০০:০০

সংবাদ ছবি
খাগড়াছড়িতে নবজাতকের মৃতদেহ উদ্ধার
১৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:১১