সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ছলিমপুর ইউনিয়নবাসীর সাথে নাগরিক সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার সকালে ১০নং ছলিমপুর ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে এই গণশুনানি করেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিউর রহিম জাদিদ, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুনসহ সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছলিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব নাগরিকদের নাগরিক জীবনের বিভিন্ন সেবা গুলো দিতে আমরা বদ্ধপরিকর, এই সময় বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রাথীদের কাছ থেকে তিনি বক্তব্য শোনেন এবং সেবা প্রার্থীদের সমস্যা গুলো তাৎক্ষণিক সমধান করে জটিল বিষয়গুলো সমাধান করার আশ্বাস দেন। পাশাপাশি গতকাল সড়ক দুর্ঘটনা মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে প্রতিজনকে পঁচিশ হাজার টাকা অনুদান দেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available