• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:০০ (12-Oct-2025)
  • - ৩৩° সে:

বাকৃবিতে জলবায়ু সহনশীল কৃষির জন্য বালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

১২ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪২:৪১

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক বালাই ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি’। প্রশিক্ষণটি চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

১২ অক্টোবর রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগ এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

Ad
Ad

প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে “Strengthening the capacities of Government counterparts and relevant stakeholders for increasing productivity and building climate resilient agriculture through Nature-based Solutions (NBS) in Asia (TCP/RAS/3907)” শীর্ষক প্রকল্পের আওতায়।

Ad

কর্মসূচির উদ্বোধন করেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এফএও’র জাতীয় পরামর্শক প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, কৃষিতত্ত্ব ও কৃষি আবহাওয়া বিভাগের প্রধান ড. আহমেদ খায়রুল হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এবং প্রকল্প প্রধান ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

প্রশিক্ষণে মোট ২০ জন ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উৎপাদন, প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং কীট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন ব্যবস্থায় নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক জ্ঞান, প্রকৃতি-নির্ভর সমাধান এবং টেকসই কীট ব্যবস্থাপনা কৌশল গ্রহণ সময়ের দাবি। তারা বলেন, জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৯




সংবাদ ছবি
বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:২৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩
১২ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৯:০৬






Follow Us