• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:৫১:১৫ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

৩০ জুলাই ২০২৫ দুপুর ০২:৪২:০৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটি ভর্তি ড্রামট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের  এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পিতার নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন হয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী ঘটনাস্থলের উপস্থিত মানুষজন আহতাবস্থায় যুবককে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন  জানান, মোটরসাইকেল আরোহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপায় পড়েছে। জানতে পেরেছি নিহত যুবক নতুন মোটরসাইকেল চালক। দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ