নিজস্ব প্রতিবেদক: বিএনপিপন্থি চিকিৎসকদের অন্যতম সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদ প্রতিদ্বন্দ্বী ‘ডা. আজিজ-ডা. শাকুর’ পরিষদকে হারিয়ে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
৯ আগস্ট শনিবার রাতে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ৩ হাজার ১৩১ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ চিকিৎসক তাদের ভোট প্রয়োগ করেন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সভাপতি হিসেবে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব হিসেবে সাবেক কোষাধ্যক্ষ জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি হিসেবে জাতীয় অর্থপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ হিসেবে জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে অর্থপেডিক সার্জারি অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকাল ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available