• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:৪৯:৩৪ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রামগড় উপজেলায় চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত লক্ষাধিক মানুষ

১২ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫০:৩৫

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো রয়েগেছে পুরনো অবস্থায়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদার এর তথ্য চিত্রে পাঠানো রিপোর্টে।

খাগড়াছড়ির রামগড় উপজেলাসহ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সটির উপর নির্ভরশীল। তবে সীমান্তবর্তী এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে খুড়িযে খুড়িয়ে।

২০১৮ সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায়। বর্তমানে এখানে ১৩ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন। হাসপাতালের মেডিসিন, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশেহারা হতে হয়। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুণ। জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নার্স, টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীরও সংকট রয়েছে এখানে।

অনেক রোগীর বাধ্য হয়ে চট্টগ্রাম, ফেনী এমনকি ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চিকিৎসাসহ আনুষাঙ্গিক খরচ বাড়ছে। বিশেষ করে, গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এ চাপ ভয়াবহ আকার ধারণ করেছে।

রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ