• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২৮:৪১ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল

৬ আগস্ট ২০২৫ দুপুর ১২:০৮:৪৬

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন দলের ভেতর শৃঙ্খলা।

৫ আগস্ট মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, দল কী নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কোনো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেক জন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন- যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ