নরসিংদী প্রতিনিধি: বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এনসিপির নেতাকর্মীরা বলছেন সংস্কার এবং বিচার না হলে তারা নির্বাচনে যাবেন না এবং এর আগে নির্বাচন হলে বয়কট করবেন। তারা বিভ্রান্তি মূলক ব্যক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হবে এবং দেশের জনগণও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। দেশের জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। যদি নির্বাচন হয়ে যায় তবে তাদের বিদায়। তারা এটাও বুঝে গেছে, নির্বাচনে একটি আসনও পাবে না এবং তাদের জামানত থাকবে না। এটা বুঝতে পেরে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা নির্বাচনকে বানচাল করতে চায়।
১৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয় চিনিশপুরস্থ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজিত সভায় বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণ যেখানে ১৬ বছর ভোট দিতে পারে নাই, এই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি। এর পরেই শুরু হয়েছে ষড়যন্ত্র।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, এম.এ জলিল, এ্যাড. আব্দুল বাসেত ভূইয়া, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available