• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:৩৯:৩৪ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, ডিসি অফিস ঘেরাওয়ের হুমকি

৩০ জুলাই ২০২৫ বিকাল ০৩:১০:০৭

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

৩০ জুলাই বুধবার সকাল ১০টার দিকে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে  সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে। এক পর্যায়ে ভুক্তভোগী এলাকাবাসী ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এতে করে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের উভয় পাশে যানবাহন বন্ধ হয়ে যানজটের সৃস্টি হয়।

১১টার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন আজ দুপুরের পর এলাকাবাসীর সাথে নির্বাহী কর্মকর্তা কথা বলবেন তাদের সমস্যার কথা শুনবেন এবং দ্রুতই তা সমাধানের জন্য কাজ করবেন।

এসময় লালপুর পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা বলেন, জলাবদ্ধতার কারণে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছে না,কর্মজীবীরা কাজে যেতে পারছে না,স্কুল -কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না,নোংরা পানির কারণে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পরেছে।

আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছিল সেনাবাহিনী কর্তৃক যে পাম্প বসানো হয়েছিলো সেটা চালু হলে আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে। কিন্তু সে পাম্প চালু হলেও আমাদের কষ্ট  শেষ হয়নি। সেই পাম্প আমাদের কোন কাজে আসেনি। আমরা  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছি। তারা এসে দেখেও গেছে কিন্তু সমস্যার সমাধান করা হয়নি। বিগত সরকারের আমলে তখনকার চেয়ারম্যান, এমপি সাহেবের নিকট গিয়েছি। শামীম ওসমান এসে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে। তা শুধু কথার কথাই ছিল। কিন্তু কোনো কাজে আসেনি।

ইউপি সদস্য মাঈনুদ্দিন জানায়, দীর্ঘদিন যাবৎ আমরা এই সমস্যা আছি। মৃত মানুষের মরদেহ পর্যন্ত দাফন করতে পারছি না। মসজিদের ভেতরে পানি নামাজ আদায় করতে পারছি না। রাস্তায় বের হতে পারছি না। আমাদের কোরবানি ঈদে পশু কোরবানি দিতে হয় ছাদের ওপরে নতুবা অন্য এলাকায় গিয়ে। এ সব কিছুই সরকারের সকল বিভাগের কর্মরত কর্তার জানে। কিন্তু শুধু আশ্বাস পেয়ে গেছি। কোন সমাধান পাইনি তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে আমাদেরকে। 

আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে রয়েছি। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। ফতুল্লায় এতো উন্নয়ন হয়, কিন্তু লালপুর পৌষাপুকুর পাড়ের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোন সমাধান হচ্ছে না। আমরা চাই এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হোক।

ব্যবসায়ী হাবিব জানায়, আমাদের সমস্যা দীর্ঘদিনের। হাসিনা সরকারের আমলে আমাদের কোনো কাজ হয় নাই। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।  আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার ট্যাক্স আর দিবো না।

এসময় আরও বক্তব্য রাখেন, লালপুর- পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আ. বারী, আজাদুর রহমান আজাদ,আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মো. জনি, শামীমসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
১৭ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৬:৩২