সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেছেন, সাংবাদিক হত্যা ও দমন-পীড়নের ধারাবাহিকতা প্রমাণ করে দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
১০ আগস্ট রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু গণমাধ্যম নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রমাণ। দেশের নানা প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এই আইন দ্রুত কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available