• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩১:৩০ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

১২ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪১:২৯

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানা গেছে।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সন্ধ্যারাতে তাকে গ্রেফতার করেছি।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা। আটকের পর তার কাছ থেকে প্রাপ্ত মুঠোফোন চেক করে সে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট্যরা কর্তৃপক্ষ জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
চীন সফরে সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৭

সংবাদ ছবি
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫২

সংবাদ ছবি
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬