নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের অনূর্ধ্ব ১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন ক্ষুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছেন বিএনপি কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
১৩ আগস্ট বুধবার সকালে শহরের চাষাঢ়ায় মুনতাহার বাড়িতে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে আর্থিক সহযোগিতা হাতে তুলে দেন তিনি।
মুনতাহা মধ্য এশিয়ার কাজাকিস্তানে ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নিতে যাবে। কিন্তু আর্থিক অনটনের কারণে তার কাজাকিস্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতাদের তারে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং মুনতাহা যাতে কাজাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করার ব্যবস্থা নির্দেশ দেন।
আমিনুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনূর্ধ্ব ১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা পাশে সহযোগিতা নিয়ে এসেছি। বিএনপি তার পাশে আছে। আগামী ১৮ সেপ্টেম্বর কাজাকিস্তানে ফিদে ওয়ার্ল্ড টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে একজন প্রতিভাবান ক্ষুদে দাবাড়ু অর্থাভাবে অংশ নিতে পারবে না, বিষয়টি আমাদের নজরে আসার পরই কাজ শুরু করি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন প্রতিভা অন্বেষণ নতুন কুড়ি নতুন করে চালু করতে যাচ্ছেন। ভবিষ্যতে নতুন কুড়ি স্পোর্টস নামে একটি সারা বাংলাদেশে যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের খুঁজে বের করে জাতীয় ভাবে সহযোগিতা করা হবে। তারেক রহমানের নির্দেশে তিনি মুনতাহার পাশে এসে দাঁড়িয়েছি।
সহযোগিতা পেয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা বলেন, আমি সত্যি অবাক হয়েছি সাবেক জাতীয় দলের অধিনায়ক ফুটবলার আমিনুল ইসলাম আমাদের বাড়িতে এসেছেন। বিএনপির পক্ষ থেকে সহগিতা করতে এসেছেন। আমরা দেখেছি বিএনপি আরও অন্যান্যদের পাশে এসে দাড়িয়েছে। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি আমার এই টুর্নামেন্টে যেন হাত ছাড়া না হয়। আমার দোয়া কবুল হয়েছে , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই টুর্নামেন্টে ইনশাল্লাহ সকলের দোয়ায় ভালো করে আসতে পারবো, প্রাইজ নিয়ে আসতে পারবো। ইচ্ছা আছে আমার রেটিং বাড়াতে পারবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পেয়ে মুনতাহার বাবা মামুন হোসেন জানান, খুব গুরুত্বপূর্ণ সময় ফুটবলার আমিনুল ভাইয়ের মাধ্যমে তারেক রহমান আমার মেয়ে মুনতাহার পাশে দাঁড়িয়েছেন। মুনতাহার দোয়া করবেন যাতে ও টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available