• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫৮:৫৬ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরবন ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১২:২৩

সংবাদ ছবি

মোংলা প্রতিনিধি: সুন্দরবন ভ্রমণে এসে কারমেলন ইলিন (৫৭) নামের এক আয়ারল্যান্ডের (আইরিশ) নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান ওই পর্যটক।

খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। পরে নৌপুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক।

বনবিভাগ জানিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি। বিভিন্ন সময় এর আগেও একইভাবে কয়েকজন পর্যটকের মারা গিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আরও তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
২১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৪৪:০৬







সংবাদ ছবি
ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩৯:৫১