সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গ্রেফতারদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। তাদের কাছ থেকে মোট ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এসময় গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ৫৯০ টাকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানে প্রথমে মাদক কারবারি মো. সৌরভ (২৬)-এর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। তার বাসা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। সৌরভ ১নং বাবুরাইল ১৯০/১ নং তাতিপাড়ার খোকনের বাড়ি (হাজি বাড়ি) সংলগ্ন জনৈক মামুনের বাড়ির পাশে ভাড়া থাকতেন। তার পিতার নাম মো. সেলিম সরদার এবং মাতার নাম বেবি খানম।
একই রাতে দ্বিতীয় অভিযানে পুলিশ মাদক কারবারি মনি ওরফে মরনী (২৮)-এর ভাড়া করা বসতঘরে তল্লাশি চালায়। সেখান থেকে ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। মনি ওরফে মরনী ১নং বাবুরাইল ১৯০/১ নং তাতিপাড়ার খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি)-তে ভাসমান অবস্থায় ভাড়া থাকতেন। তার স্বামীর নাম রোমান, পিতার নাম মৃত হাসান এবং মাতার নাম পাখি বেগম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available