• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:৫৬:৫৪ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে: হাফিজ ইব্রাহিম

১৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৯:৫১

সংবাদ ছবি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। পিআর বা অন্য বিষয়গুলো সামনে আনায় মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল অনুভব করছে যে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। জামায়াতে ইসলামী ও  কয়েকটি রাজনৈতিক দল নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে। এ পদ্ধতিতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। নির্বাচন হলো একটি উৎসব, ভোটাররা যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন। কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য কয়েকটি জনসমর্থনহীন রাজনৈতিক দল যে ষড়যন্ত্র করছে এটি আমরা সমর্থন করি না। বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। আমরা বলেছি, আমাদের বাপ-দাদারা যেভাবে ভোট দিয়ে এসেছে আমরা সেইভাবেই নির্বাচন দেখতে চাই। আমাদের চাওয়া, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭