কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউরিয়া সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখায় ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে অভিযান চালিয়ে ইউরিয়া সারের দাম বেশি রাখার অপরাধে আব্দুস ছামাদ নামের এক সাব-ডিলারকে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্স এর মালিক সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ’ ৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা রাখেন। দাম বেশি রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতণ্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পায়। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সাব-ডিলারকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available