সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন।
নতুন সীমানা নির্ধারণ অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা গিয়াসউদ্দিনের জন্য নতুন আসন বিন্যাস কৌশলগ ভাবে গুরুত্বপূর্ণ। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উভয় এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে।
নতুন আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে গিয়াসউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আমি যেমন সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য নিবেদিত থেকেছি, তেমনি সোনারগাঁ বাসীর সেবাতেও নিজেকে সমর্পিত করতে চাই। দলের ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আমি দুই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভালবাসা, আস্থা ও ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গিয়াসউদ্দিনের এই রাজনৈতিক অর্জন শুধু মাত্র ব্যক্তি গত নয়, বরং সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমর্থকরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁ কেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে, সীমানা পরিবর্তনকে ঘিরে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুর্নবিন্যাসের ফলাফল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নতুনভাবে নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available