সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কাচঁপুরে এই সভার আয়োজন করা হয়।
সভায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য আলমগীর আওলাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুইয়া, আতিক হাসান লিলেন, সদস্য এজাজ ভুঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, মোহাম্মদ হোসাইন, রফিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম রনি, বাদল চৌধুরী, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ভূঁইয়া, হাসু মিয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মফিজুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available