• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫৭:০৫ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ে নিহত

২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০০:০৬

সংবাদ ছবি

ভাঙ্গুড়া-ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর উপজেলার গোপালনগর বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের চকচকিয়া নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭) নিহত হয়েছেন। আহত বাবা সোহেল রানা (২৮) এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গোপালনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার পাবনা জেলা ফরিদপুর উপজেলা গামর ইউনিয়নের চকচকিয়া নামক স্থানে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেল যোগে শাহজাদপুর হতে চালক সোহেল, তার স্ত্রী আউলিয়া খাতুন ও ও মেহের সুমাইয়াকে নিয়ে শাহজাদপুর হতে চাটমোহর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া নামক স্থানে দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী ও মেয়ে মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, সড়কের বেহাল অবস্থা ও অতিরিক্ত গতিই এমন দুর্ঘটনার মূল কারণ। তারা দ্রুত নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ট্রাক ও চালককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭