সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে মো. ছানোয়ার হোসেন (৪১) নামে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩১ আগস্ট রোববার দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছানোয়ার জেলার বোয়ালমারী উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের বাসিন্দা।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১০ অক্টোবর ছানোয়ারের বিরুদ্ধে সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১ হাজার ২৮৯ বস্তায় ৭৩ দশমিক ৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩ দশমিক ৩৭৪ মে. টন গম, ৪০০ বস্তায় ১৯ দশমিক ৯৫০ মে. টন ধানসংবলিত খাদ্যশস্য এবং ৮ হাজার ৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫ হাজার ও ৩০ কেজির ৩ হাজার ৮৪১টি) আত্মসাৎ করার অভিযোগ ওঠে। পরবর্তীতে এ ঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা করেন।
এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। গ্রেফতারের পর তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available