কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আহাম্মেদ।
সভায় জুলাই ২০২৫ মাসের সার্বিক অপরাধ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনও কাউসার আহাম্মেদ। প্রতিবেদনে উল্লেখ করা হয় ঐ মাসে ডাকাতি ২টি, দস্যুতা ২টি, খুন ২টি, দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ১১ জন, নারী ধর্ষণ ৩টি, চুরি ১টি, পর্নোগ্রাফি মামলা ১টি, সড়ক দুর্ঘটনা ২টি, অপমৃত্যু ৯টি, মাদকদ্রব্য মামলা ১৪টি, বিবিধ মামলা ১১টি, মোট রুজুকৃত মামলা ৩৮টি এবং গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ৪৯ জন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌচাক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আরমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল বাসেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available