• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৬:৫০ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে নগদ ১৫ লাখ টাকাসহ ৭৩ লাখ টাকার মালামাল লুট

২১ আগস্ট ২০২৫ সকাল ১০:৫০:৫৮

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদরে ব্যবসা প্রতিষ্ঠানে ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে পৃথক স্থানে দুটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দল নগদ ১৫ লাখ টাকা ৫৫ লাখ টাকার সিগারেট-স্বর্ণালংকারসহ ৭৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

১৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী সদর উপজেলার কালিতারা বাজার এলাকায় জিএম সন্স এর জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরিতে এবং জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত সদরের কালিতারা বাজার এলাকায় জিএম সন্স এর জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরিতে হানা দেয়। ডাকাত দল নৈশ প্রহরীসহ তিনজনকে মারধর করে একটি রুমে অবরুদ্ধ রেখে তালা ও দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিএম সন্স এর স্বত্বাধীরকারী গোলাম জিলানী দিদার জানান, মঙ্গলবার দিবাগত রাত চারটা থেকে পৌনে ৫টার মধ্যে সশস্ত্র একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে একজন নৈশ প্রহরীসহ তিনজনকে মারধর করে হাত-পা বেঁধে একটা রুমে অবরুদ্ধ করে রাখে। তারপর তালা ও দরজা ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। সশস্ত্র ডাকাত দল নগদ ১৪ লাখ টাকা ও ৫৫ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান খবর পেয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থলে পুলিশকে বলেন চোর ডাকাত ও কিশোরগেং নির্মূলে বিভিন্ন এলাকায় স্থানীয়দের সাথে মিটিং করে সমন্বয় করতে। ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পরামর্শ দেন।

অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

সোনাইমুড়ী থানার কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।  

এ ঘটনায় সুধারাম থানার কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। তিনি বলেন, ১০-১২জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাত দল নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫