• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ১১:৫০:৫৬ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে কারাগারে প্রেরণ

২১ আগস্ট ২০২৫ সকাল ১০:৩৫:২৪

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলায় গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

তিনি জানান, ২০ আগস্ট বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের পার্ক বাজারের মাছের আড়ৎ থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতার আমীর হামজা টাঙ্গাইল পৌর শহরের বেপাড়ীপাড়া এলাকার মৃত আমজাত আলীর ছেলে।

ওসি তানভীর আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের টাঙ্গাইল কিচেন নামের একটি রেস্তোরাঁর সামনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছিলো। এ ঘটনায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মঙ্গলবার দুপুরে আমীর হামজাকে গ্রেফতার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ