• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:১৪:৩৩ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ ঘর পুড়ে ছাই

২৯ জুলাই ২০২৫ বিকাল ০৪:৩৯:২২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি ছোট বসত ঘর পুড়ে গেছে।

২৮ জুলাই সোমবার রাত ১০টায় ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।

এ বিষয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান গণমাধ্যমে জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ